শহীদ

শহীদের রক্তে লেখা গভীর ইতিহাস,
ফিলিস্তিন তুমি 
জয়ী হবে ইনশাআল্লাহ ।

 প্রত্যাশা তোমার 
বিপ্লবের ছায়াই ,
প্রতিষ্ঠিত 
হবে  !
অধিকারে দখল 
মজছিদুল আক্চার ।

ইতিহাসে পুর্ণ নিষ্ঠুরতা
দখলদার  ,
দুষ্টনেতা স্বার্থপর প্রচুর রয়েছে
সুদূর,
গাজার  স্বাধীনতা অঙ্গীকারে
গড়বে একদিন ।

হে গাঁজার শহিদ !
 তোমার রক্তের নাই বিফল।
জেগেছো যখন তুমি 
উঠে দাঁড়াও 
হে আমার বিপ্লবী উদার মন।

গাঁজার রক্তে লেখা ইতিহাসের পাতায়,
আল্লাহর নামে মুক্তির পথে অগ্রগতির চিহ্ন।

 আজও কাঁদে গাজা, স্বাধীনতার অভিমানে,
শহীদের স্মৃতি মুক্তির মহান সংগ্রামে।

লড়াই জিহাদে
 মহান  দেশে,
ইসলামের  শান্তির অভিযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তিক্ততা

ভালেই আছো

দেখতে আজ খোবে ইচ্ছে !