**মিথ্যা**
**মিথ্যা**
দশ বছর মিথ্যা বলে
ধর্ম-বিভেদের বুনিয়াদ ,
হিন্দু-মুসলিম ভেদাভেদে,
-জাতিতে ধরলো ফাটল ।
তারা বলে, " কোথাই কখন
করিনি তো
হিন্দু-মুসলিম ,"
মুখোশ পরা মিথ্যার মন্ত্র
ধর্মের নামে বিভাজন।
ভ্রাতৃত্বের বন্ধন ভেঙ্গে দিয়ে,
সত্যকে করে
আড়াল ,
মানবতার পথ থেকে সরিয়ে,
ঘৃণার আগুন জ্বালায় ।
'গু" মুত্র সেবন পবিত্র
দোরারোগ্য দূর
বিবেক বুদ্ধি পুরে খেলো
বিজ্ঞানের পরাজয়!
শিক্ষা নীতি সাগর তলে
অর্থনীতির বিস্ফোরন।
জুমলা বাঝি
দেশের উন্নতি
মিথ্যার অন্ধকারে,
ভুলডোজার মানুষের
ভবিষ্যত,
পরিবর্তনের নামে ,
অসত্যের পথে যাত্রা এদের,
ইতিহাস বলে।
পাকিস্তানী,বাংলাদেশী
এদের এই নীতি !
হিন্দুত্তবাদী ,রাম রাজ্য
মস্তিস্কর অবসান।
মিথ্যার শিকল ছিঁড়ে গাও
মানবতার গান ।
সত্যের পথে হাঁটো বন্ধু
মিথ্যার কর
অবসান,
ভেদাভেদের গন্ডি ছিঁড়ে,
চলো সামনে অগ্রসর হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন