ফিলিস্তিন
ফিলিস্তিনি
:::::;::::::::::::
সন্ধিহীন দিনে আজ ,
আকাশ পূর্ণ ধূসর
জুধী গান নিঃশব্দে গভীর রাত্রি তলে ফিলিস্তিন ।
আতঙ্কে ভেঙ্গে নেমেছে সমৃদ্ধির স্বপ্ন,
যুদ্ধের আগুনে কুড়িয়ে যায় ফিলিস্তিনিদের মন।
সন্ধিবিহীন দিনে,
যুদ্ধের নাগাল সজাগ,
মানুষের অবসাদে মৃত্যুর বাঁধন প্রবল।
হৃদয় ভেঙ্গে বসে আছে শোকের অলীকতা,
অশান্তির সুর বাজায়
সৈন্যের বেলা।
অপরাজিত আত্মা, বাঁধা নেই প্রতিরোধের হেটু ,
মানুষের স্বপ্ন পুনঃসৃষ্টি করার ক্ষমতা।
শান্তি আহবান প্রহরে মানুষ হল যুদ্ধবিরাট,
বিনাশের মৃত্যুর
জটিল জাল।
আশার আলো হবে
পাথৰ জলে
বিজয়ী হবে ফিলিস্তিন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন