ইচ্ছে হয়
ইচ্ছে হয়
ইচ্ছে হয় শুধু
দেখতে তুমাই !
নয়ন তুমার কমল আঁকা
চাঁদের ন্যাই ।
তুমার হলো বিরল ছবি ,
ফর্সা হয় রজনী |
সূর্যমুখী ফুলের ন্যায় ,
মুখের হাসি |
প্রানের প্রিয় ছিলে যে তুমি
মনের কন্ঠে,
ভালোবাসা তাকেই বলে
যে ,
কাঁদিয়াও হাসে ।।
ইচ্ছে হয় শুধু
দেখতে তুমাই !
নয়ন তুমার কমল আঁকা
চাঁদের ন্যাই ।
তুমার হলো বিরল ছবি ,
ফর্সা হয় রজনী |
সূর্যমুখী ফুলের ন্যায় ,
মুখের হাসি |
প্রানের প্রিয় ছিলে যে তুমি
মনের কন্ঠে,
ভালোবাসা তাকেই বলে
যে ,
কাঁদিয়াও হাসে ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন